Friday, April 21, 2017

[tutorial] SPOJ AE00 - Rectangles

Problem Description:


n সংখ্যক বর্গ আছে, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য ১ ।
বলতে হবে এই বর্গ গুলো দিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন আয়ত বানানো সম্ভব ।
শর্ত হলো, কোন বর্গকে আরেকটার উপরে রাখা যাবে না, বা একাধিক বর্গ নিয়ে এর দৈর্ঘ্যকে পরিবর্তন করা যাবে না ।

যদি একটি আয়তের দৈর্ঘ্য a, প্রস্থ b হয়  এবং অন্য একটি আয়তের দৈর্ঘ্য b, প্রস্থ a হয় তবে তাদেরকে একই আয়ত হিসেবে গন্য করতে হবে ।

Prblem link

Solution:


যদি দৈর্ঘ্য 1 হয় তবে প্রস্থ হতে পারে, 1, 2, 3, ...... সর্বোচ্চ n = মোট n টা আয়ত
যদি দৈর্ঘ্য 2 হয় তবে প্রস্থ হতে পারে, 1, 2, 3, ...... সর্বোচ্চ n/2 = মোট n/2 টা আয়ত
যদি দৈর্ঘ্য 3 হয় তবে প্রস্থ হতে পারে, 1, 2, 3, ...... সর্বোচ্চ n/3 = মোট n/3 টা আয়ত
................
................
এভাবে, যদি দৈর্ঘ্য n হয় তবে প্রস্থ হতে পারে সর্বোচ্চ 1, কারণ n/n = 1, মোট 1 টা আয়ত ।

এখানে খেয়াল কর, দৈর্ঘ্য 1 এর জন্য আয়তের (দৈর্ঘ্য, প্রস্থ) = (1, 1), (1, 2), (1, 3), ....., (1, n)
আবার, দৈর্ঘ্য 2 এর জন্য আয়তের (দৈর্ঘ্য, প্রস্থ) = (2, 1), (2, 2), (2, 3), ....., (2, n/2)
দৈর্ঘ্য 3 এর জন্য আয়তের (দৈর্ঘ্য, প্রস্থ) = (3, 1), (3, 2), (3, 3), ....., (3, n/3)

খেয়াল কর, ১ এর জন্য (১, ২) আছে, আবার ২ এর জন্য আছে (২, ১), অর্থাৎ রিপিট হচ্ছে ।
আবার, ১ এর জন্য (১, ৩) আছে, ২ এর জন্য আছে (২, ৩), আবার ৩ এর জন্যও আছে (৩, ১), (৩, ২), অর্থাৎ, আবারো রিপিট ।

এভাবে, যে কোন দৈর্ঘ্য i এর জন্য i-1 পর্যন্ত আসলে আগেই তৈরি করা হয়েছে ।
তাই i দৈর্ঘ্য বিশিষ্ট মোট n/i - (i-1) টা নতুন আয়ত বানানো সম্ভব ।

তাহলে আউটপুট হবে, i = 1 থেকে শুরু করে i<=n পর্যন্ত  প্রতি দৈর্ঘ্যের জন্য যতগুলো করে আয়ত বানানো যাবে তাদের যোগফল ।

Code:


1 comment:

  1. পোস্টের জন্য আন্তিরিকভাবে ধন্যবাদ, স্যার।এই টপিকটা আমার পছন্দনীয়। আমি আশা রাখি আপনি এই বিষয়ক আরো পোস্ট করে আমাদের উপকৃত করবেন।আমাদের সাইট ভিজিটের আমন্ত্রণ রইল।
    উত্তরা ইউনিভার্সিটির উষা পর্ণ ভিডিও ভাইরাল

    ReplyDelete