Problem description:
n সংখ্যক ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে । বলতে হবে, কত উপায়ে দৌড় প্রতিযোগিতা শেষ হতে পারে ।
ans কে 10056 দিয়ে মড করে আউটপুট দেখাতে হবে ।
আর n এর সর্বোচ্চমান হতে পারে 1000 .
Problem link:
Solution:
আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর সাহায্যে প্রোবলেমটি সমাধান করতে পারি ।
উপরের রেখাগুলি দিয়ে বিভিন্ন পজিশন বুঝানো হয়েছে । ১ম রেখাটি ১ম পজিশন বুঝাচ্ছে, ২য় রেখাটি ২য় পজিশন বুঝাচ্ছে, ............ ইত্যাদি ।
প্রথমেই চিন্তা করি, যৌথ ভাবে ১ম হতে পারে কতজন ? ১ জন হতে পারে, ২ জন হতে পারে, ৩ জন হতে পারে, ......... এমনকি সবাই হতে পারে ।
এখন n সংখ্যক জনের মাঝে ১ জন প্রথম হতে পারে কত উপায়ে ? nC1 উপায়ে ।
n সংখ্যক জনের মাঝে ২ জন প্রথম হতে পারে কত উপায়ে ? nC2 উপায়ে ।
n সংখ্যক জনের মাঝে ৩ জন প্রথম হতে পারে কত উপায়ে ? nC3 উপায়ে ।
...........................
..........................
এভাবে, n সংখ্যক জনের মাঝে n জন প্রথম হতে পারে কত উপায়ে ? nCn উপায়ে ।
এখন, যে কয়জন যৌথভাবে ১ম পজিশনে আছে, তারা বাদে বাকিদের জন্য দেখতে হবে ২য়, ৩য়, ৪র্থ, ......... n তম হতে পারে কত উপায়ে ।
ধরি, x জন ১ম হয়েছে, তাহলে বাকি থাকল n-x জন । এখন n-x জন এর মাঝে ১ম পজিশনে ( এখানে ১ম পজিশন মানে বাকিদের মাঝে ১ম পজিশন, প্রকৃত পক্ষে ২য় পজিশন) থাকতে পারে কত উপায়ে ।
তাহলে সেক্ষেত্রেও কি একইভাবে আমরা হিসাব করতে পারিনা ? অর্থাৎ,
(n-x)C1, (n-x)C2, ...... এভাবে ।
অর্থাৎ এখানে রিকার্সন রিলেশন আছে ।
ধরি, calculate(n) একটি ফাংশন, যা n সংখ্যক ঘোড়া কত উপায়ে খেলা শেষ করতে পারে তা রিটার্ণ করে ।
তাহলে আমাদের ফাংশনটা লিখতে পারি এভাবে-
তাহলে সেক্ষেত্রেও কি একইভাবে আমরা হিসাব করতে পারিনা ? অর্থাৎ,
(n-x)C1, (n-x)C2, ...... এভাবে ।
অর্থাৎ এখানে রিকার্সন রিলেশন আছে ।
ধরি, calculate(n) একটি ফাংশন, যা n সংখ্যক ঘোড়া কত উপায়ে খেলা শেষ করতে পারে তা রিটার্ণ করে ।
তাহলে আমাদের ফাংশনটা লিখতে পারি এভাবে-
int calculate(int n) { int cnt = 0; for(int i = 1;i<=n;i++) { cnt += nCr(n, i) * calculate(n-i); } return cnt; }
উপরের ফাংশনে আমরা nCr() ফাংশনকে কল করেছি । আমরা প্রতিবার nCr ফাংশনকে কল না করে একবার nCr এর সব মান আগেই বের করে রাখতে পারি ।
আমরা জানি, nCr(x, y) = nCr(x-1, y-1) + nCr(x-1, y)
Problem এ n এর maximam value হতে পারে 1000, তাই আমরা 1000 পর্যন্ত nCr এর সব মান হিসাব করে 2D অ্যারেতে রাখতে পারি ।
int ncr[1001][1001]; void calNcr() { ncr[1][1] = 1; ncr[1][0] = 1; for(int i = 2;i<=n;i++) { ncr[i][0] = 1; ncr[i][i] = 1; for(int j = 1;j<i;j++) { ncr[i][j] = ncr[i-1][j-1] + ncr[i-1][j]; } } }
এখন খেয়াল করি, calculate() ফাংশনে আমরা বারবার calculate() ফাংশন কে কল করছি । এখানে কিন্তু একই ভ্যালু দিয়ে বার বার একই ফাংশনকে কল করা হচ্ছে ।
যেমন, calculate(5), কল করবে calculate(4), calculate(3), calculate(2), calculate(1), calculate(0) কে । calculate(4) কল করবে calculate(3), calculate(2), calculate(1), calculate(0) কে ।
calculate(3) কল করবে calculate(2), calculate(1), calculate(0) কে ।
........ ইত্যাদি ।
যেহেতু, একই ভ্যালু দিয়ে একই ফাংশনকে বার বার কল করা হচ্ছে, তাই আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর সাহায্যে এটাকে ওভারকাম করতে পারি ।
আমরা dp নামের একটি অ্যারে নেব, শুরুতেই এর মান -1 দিয়ে initialize করব । calculate(n) এর ভিতরে চেক করব, dp[n] এর মান -1 কিনা । -1 না হলে, এই মান আগেই হিসাব করা আছে, তখন dp[n] এর মান রিটার্ণ করে দেব । না হলে হিসাব করব ।
নিচে সম্পুর্ণ কোড দিয়ে দিলাম-
Code:
This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
/*=================================*\ | |
Md. Shahidul Islam | |
CSE, BRUR | |
Rangpur, Bangladesh | |
mail: shahidul.cse.brur@gmail.com | |
FB : fb.com/shahidul.brur | |
Blog: shahidul-brur.blogspot.com | |
\*=================================*/ | |
#include<bits/stdc++.h> | |
using namespace std; | |
#define ll long long | |
#define ull unsinged long long | |
#define vi vector<int> | |
#define vll vector<ll> | |
#define ii pair<int, int> | |
#define vii vector<pair<int, int> > | |
#define vs vector<string> | |
#define vd vector<double> | |
#define mii map<int, int> | |
#define mli map<ll, int> | |
#define msi map<string, int> | |
#define pb push_back | |
#define mp make_pair | |
#define ff first | |
#define ss second | |
#define sz size() | |
#define all(a) a.begin(), a.end() | |
#define rep0(i, k) for(int i=0;i<k;i++) | |
#define rep1(i, k) for(int i=1;i<=k;i++) | |
#define repab(i, a, b) for(int i=a;i<=b;i++) | |
#define repba(i, b, a) for(int i=b;i>=a;i--) | |
#define pi acos(-1.0) | |
#define eps 1e-6 | |
#define mem(a, b) memset(a, b, sizeof(a)) | |
#define mod 10056 | |
#define inf 1e9 | |
const int MAX = 1100; | |
int dp[MAX]; | |
int ncr[MAX][MAX]; | |
int solve(int n) | |
{ | |
if(dp[n]!=-1) | |
return dp[n]; | |
int cnt = 0; | |
rep1(i, n) | |
{ | |
cnt = cnt%mod + ( ncr[n][i]%mod) * (solve(n-i)%mod); | |
cnt=cnt%mod; | |
} | |
dp[n] = cnt; | |
return dp[n]; | |
} | |
void calNcr() | |
{ | |
ncr[1][1] = 1; | |
ncr[1][0] = 1; | |
repab(i, 2, 1000) | |
{ | |
ncr[i][0] = 1; | |
ncr[i][i] = 1; | |
repab(j, 1, i-1) | |
{ | |
ncr[i][j] = ncr[i-1][j-1]%mod + ncr[i-1][j]%mod; | |
ncr[i][j] = ncr[i][j] % mod; | |
} | |
} | |
} | |
int main() | |
{ | |
//freopen("in.txt", "r", stdin); | |
//freopen("out.txt", "w", stdout); | |
//ios_base::sync_with_stdio(false); cin.tie(NULL); | |
int n; | |
calNcr(); | |
rep1(i, MAX) | |
dp[i] = -1; | |
dp[0] = 1; | |
dp[1] = 1; | |
solve(MAX); | |
int t; | |
cin>>t; | |
rep1(cas, t) | |
{ | |
cin>>n; | |
cout << "Case " << cas << ": " << dp[n] << "\n"; | |
} | |
return 0; | |
} |
thanks a lot bhai . good tutorial indeed
ReplyDeleteThanks a lot vaiya.....
ReplyDeleteThanks
ReplyDeleteThank You and I have a nifty proposal: Whole House Remodel Cost house renovation for sale
ReplyDelete