প্রোগ্রামিং বিষয়ক অনেক সাইট থাকলেও বাংলা ভাষায় খুব কমই আছে । শুধু প্রোগ্রামিং-ই নয়, অন্য যে কোন কিছু মাতৃভাষায় শেখার তৃপ্তি ও মজাই অন্যরকম । যদিও ইংরেজীতে প্রোগ্রামিং এর অজস্র রিসোর্স রয়েছে, কিন্তু বাংলা ভাষায় সেই সংখ্যাটা খুবই কম । আমি নিজে খেয়াল করে দেখেছি, যে কোন বাংলা ব্লগ থেকে যত সহজে আর তাড়াতাড়ি কিছু শিখতে পেরেছি, ইংরেজী ব্লগ বা সাইট থেকে অতটা সহজে বুঝতে পারিনি । তখনই আমার মাথায় চিন্তা আসে,...